Saturday, December 15, 2018

স্মার্টনেস কী?: সংজ্ঞা ও ব্যাখ্যা-বিশ্লেষণ!

মেহেদী হাসান


স্মার্টনেস কী? স্মার্ট কাকে বলে? ব্যাখ্যা করো।

Smartness হলো Smart শব্দটির বিশেষ্যপদ। অভিধানের ভাষায় Smart শব্দটির বাংলা অর্থ— চৌকস; অর্থাৎ, একটি কাজে থাকা অবস্থাতেও চারদিকের সবকিছু সম্পর্কে যে সজাগ থাকে এবং কোনোকিছু খুব দ্রুত ধরে ফেলতে পারে তাকে স্মার্ট বলে।

অনেকের ধারণা স্মার্ট মানে হ্যান্ডসাম, কিন্তু এটা ভুল ধারণা।
'হ্যান্ডসাম' এবং 'স্মার্ট' এক জিনিস না, হ্যান্ডসাম মানে শুধু দেখতে সুন্দর, আর স্মার্ট মানে চটপটে। তবে শুধু চটপটে হলেই সে স্মার্ট না, কিছু ব্যক্তি আছে যারা শুধুই চঞ্চল কিন্তু সেই চঞ্চলতার মাঝে কোনো কোয়ালিটি নেই, এরূপ হলে তাকে স্মার্ট বলা যায় না; স্মার্ট বলা হয় কোয়ালিটিসম্পন্ন পারফেক্ট চঞ্চলতাকে; কিছু লোক আছে যারা শুধুই দ্রুত কিছু করতে ধরে ও তাড়াহুড়া করে বিভিন্ন জিনিস নষ্ট করে, এটা স্মার্টনেস নয় এটা অস্থিরতা। আবার যে শুধু দেখতে সুন্দর কিন্তু কোনো কাজ পারে না তাকে স্মার্ট নয় বরং সহজ বাংলা ভাষায় তাকে বলা হয় 'সুন্দর গাধা'।

আবার অনেকের ধারণা স্মার্ট মানে আভিজাত্যময়; পড়নের ও ব্যবহার্য সব জিনিস দামী দামী; ব্রান্ডের শার্ট, ব্রান্ডের প্যান্ট, ব্রান্ডের বেল্ট, ব্রান্ডের জুতা, ব্রান্ডের হাতঘড়ি, ব্রান্ডের সানগ্লাস, ব্রান্ডের মানিব্যাগ, ব্রান্ডের কলম, অ্যাপাসি বাইক ইত্যাদি। কিন্তু এটা স্মার্টনেস নয়, এটা আভিজাত্য। সময়ের কাজ সময়ে যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাকে স্মার্ট বলে। আর যে স্মার্ট সে সবসময়ই সচেতন ও যত্নশীল। এ দুটি গুণ না থাকলে স্মার্ট হওয়া যায় না; কোথাও বসার আগে অবশ্যই দেখতে হবে কার উপরে বসছি, কারো রুমে ঢুকেই ধপাস করে তার বেডের উপরে বসা যাবে না, বসার আগে দেখতে হবে বেডের উপরে তার ব্যবহৃত কোনো ছোট যন্ত্রপাতি আছে কি না, না দেখেই বসলে তা ভেঙ্গে যেতে পারে; রাস্তায় পথ চলার সময় মনোযোগ দিয়ে পথ চলতে হবে, এটাই সেই সময়ের স্মার্টনেস, পথ চলছেন রাস্তার মোড়ে আর মন ঘুরে বেড়াচ্ছে মঙ্গল গ্রহে, হঠাৎ এক্সিডেন্ট করলেন কিংবা কিছুর সঙ্গে ধাক্কা খেলেন, এটা স্মার্টনেস নয়।

আর, বস্তুর ক্ষেত্রে 'Smart' মানে হলো বস্তুটি সুন্দর, অধিকতর/ বহুমাত্রিক ব্যবহার উপযোগী ও টেকসই। যেমন- স্মার্ট কার্ড, স্মার্ট ফোন ইত্যাদি।

সংজ্ঞা ও ব্যাখ্যা-বিশ্লেষণ—
মেহেদী হাসান
লেখক, গবেষক ও সোশাল ওয়ার্কার।



দেশীয় বিভিন্ন সাধারণ শিক্ষাবৃত্তির খবরাখবর পেতে নিয়মিত ভিজিট করুন Scholarship Helpbook ব্লগ।
ওয়েব অ্যাড্রেস/ লিংক/ URL:
scholarshiphelpbook.blogspot.com

অথবা ফেসবুকে আপডেট পেতে লাইক দিন 'স্কলারশিপ হেল্পবুক' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→

শিক্ষাবৃত্তির খবরাখবর হাতের মুঠোয়.../
মেহেদী হাসান,
উদ্যোক্তা, স্কলারশিপ হেল্পবুক।

Preface to School of Learning

প্রশিক্ষণ প্রকল্প


লাইফে স্মার্ট হতে ও দক্ষতা অর্জনের অসাধারণ সব কৌশল শিখতে চলে আসুন School of Learning এ। আমাদের বিচিত্রসব শিক্ষণীয় প্রকল্প আছে। অনলাইনে আমাদের সাথে থাকতে আমাদের এই ব্লগটি Subscribe করুন।

ফেসবুকে আমাদের নিয়মিত আপডেট পেতে ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে। ফেসবুক পেজের লিংক→

লেটস্ বি এক্সিলেন্ট...!
মেহেদী হাসান,
প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক, স্কুল অব লার্নিং।